Ajker Patrika

শ্বশুরবাড়ি এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৯: ২৯
শ্বশুরবাড়ি এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভারতীয় নাগরিক মনিরুল মোল্লার (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার দক্ষিণ কালশুর গ্রামের আবদুল্লা মোল্লার ছেলে মনিরুল মোল্লা। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক বছর আগে পরিচয় হয় ধামুর বোল্লারপাড় গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে মোকাররমা খাতুনের সঙ্গে। 

 ২০২১ সালে তাঁরা দুজনে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ভারতে চলে যান মনিরুল মোল্লা। গত মাসে স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে আসেন। 
রোববার মনিরুলের বুকে ব্যথা অনুভব হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুটি সন্দেহ প্রবণ হওয়ায় ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গের পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত