Ajker Patrika

বড়পুকুরিয়া কয়লা খনি ভূগর্ভে চাইনিজ শিফট সুপারভাইজার নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মি. ওয়াং জিয়াং গো (৫৬) নামে এক চিনা শিফট সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে বড়পুকুরিয়া খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ভূগর্ভস্থ ১৩০৫ পুরোনো কোল ফেইজের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় গত ২৩ জুন খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।

১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে (কয়লা নির্গমন পথ) ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যান। তাৎক্ষণিক ওয়াং জিয়ান গোকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নিহত মি. ওয়াং জিয়াং গো খনির উৎপাদন কার্যক্রম তদারকি করতেন এবং তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতয়ালী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।

কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত