শিপুল ইসলাম, রংপুর
রংপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে করা এ সভায় জেলা কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগ কাকে টিকিট দেবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জেলা কমিটির ৫৩ জন সদস্য সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা অভিযোগের মধ্যে আছে—সভাপতি হিসেবে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের দায়িত্ব থাকলেও গত ১৪ মাসে কোনো সভা না ডাকা, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া, দলীয় প্রার্থীর বিরোধিতা এবং সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। তবে সভায় মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন না। সহসভাপতি ইলিয়াসের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতা-কর্মীরা মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তাঁর স্থায়ী বহিষ্কার দাবি করেন।
এ নিয়ে জানতে চাইলে সহসভাপতি ইলিয়াস বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করায় সভাপতি মমতাজ উদ্দিনকে গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় কমিটির ৫২ জন উপস্থিত ছিলেন। সবাই তাঁর প্রতি অনাস্থা এনেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মমতাজ বলেন, ‘আমি তো জানিই না কে কী করল। আমাকে অব্যাহতি দেওয়ার অধিকার রংপুরে কারও নেই।’
রংপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে করা এ সভায় জেলা কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ জন উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগ কাকে টিকিট দেবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি। এরই মধ্যে দলের জেলা কমিটিতে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জেলা কমিটির ৫৩ জন সদস্য সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা অভিযোগের মধ্যে আছে—সভাপতি হিসেবে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বানের দায়িত্ব থাকলেও গত ১৪ মাসে কোনো সভা না ডাকা, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া, দলীয় প্রার্থীর বিরোধিতা এবং সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। তবে সভায় মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন না। সহসভাপতি ইলিয়াসের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতা-কর্মীরা মমতাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তাঁর স্থায়ী বহিষ্কার দাবি করেন।
এ নিয়ে জানতে চাইলে সহসভাপতি ইলিয়াস বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করায় সভাপতি মমতাজ উদ্দিনকে গঠনতন্ত্র অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় কমিটির ৫২ জন উপস্থিত ছিলেন। সবাই তাঁর প্রতি অনাস্থা এনেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে মমতাজ বলেন, ‘আমি তো জানিই না কে কী করল। আমাকে অব্যাহতি দেওয়ার অধিকার রংপুরে কারও নেই।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা এ তথ্য নিশ্চিত
২ মিনিট আগেযশোরে মহিউদ্দিন রিমন (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা–পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। আজ বুধবার দুপুরে শহরের লালদীঘিপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেযাঁদের কর্মকাণ্ড দলের বিরুদ্ধে যাবে, তাঁদের তালিকা করা হবে। দলকে ছোট করে নিজে বড় হওয়া যাবে না। দলকে বড় করলে নিজেও বড় হতে পারবেন। আজ বুধবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
৪২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের স্থগিত হওয়া মনোনয়নপত্র বিতরণ আগামী রোববার শুরু হবে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে