Ajker Patrika

গাইবান্ধায় ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯: ০৫
গাইবান্ধায় ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

গাইবান্ধায় অভিযান চালিয়ে তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমান। এ সময় ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবকাঠামো ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। 

সিলগালা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার, সি এফ এইচ হেলথ কেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর। এ ছাড়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পাঁচ হাজার টাকা, নিউ কলি ডায়াগনস্টিক সেন্টার পাঁচ হাজার, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। 

গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. সোহেল মাহামুদ বলেন, স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযানে উপস্থিতি ছিলেন, মেডিকেল অফিসার সোহেল মাহামুদ, মো. আয়নাল হক ও আল মেহেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত