Ajker Patrika

ঢামেকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার এক আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩১
ঢামেকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার এক আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সঞ্জয় পাল নামক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এর আগে ভোরে গাইবান্ধার বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে। 

ওসি মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিলে আজ ভোরের দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম তাঁকে নিতে আসছে। তারা এলেই তাঁর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন। মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়নসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেপ্তার সঞ্জয় পাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত