ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় মেয়ের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাদেক কুরাইশী। তাঁর মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
সাদেক কুরাইশীর ভাতিজা মুহা. আবু লাইশ কুরাইশী জানান, তাঁর চাচা গত রোববার সপরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান। সেখান থেকে তিনি গতকাল সোমবার ঢাকায় আসেন। আজ মঙ্গলবার আকাশপথে তাঁর ঠাকুরগাঁওয়ে ফেরার কথা ছিল।
জেলা আওয়ামী লীগের নেতারা জানান, ১৯৭৭ সালে সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা-সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাদেক কুরাইশী ছাত্ররাজনীতিতে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি হয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ পান। ১৯৯১ সালে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন, ১৯৯৪ সালে সাংগঠনিক সম্পাদক হন। পরে ২০০১ সালে তিনি জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল দূর করে আহ্বায়ক হন। ২০০৫ সালে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১১ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি সাদেক কুরাইশী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পান। ২০১৫ সালে তিনি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যান। পরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া সাদেক কুরাইশী জেলা পরিষদের দ্বিতীয় জেলা প্রশাসক ও সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ দিনের সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ঠাকুরগাঁও রোড যুব সংসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় জানান, সাদেক কুরাইশীর মরদেহ রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাখার পর শ্রদ্ধা নিবেদন করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও রোড ইসলামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাদেক কুরাইশীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ইসলামনগর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে বলে জানান দীপক কুমার রায়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় মেয়ের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাদেক কুরাইশী। তাঁর মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
সাদেক কুরাইশীর ভাতিজা মুহা. আবু লাইশ কুরাইশী জানান, তাঁর চাচা গত রোববার সপরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান। সেখান থেকে তিনি গতকাল সোমবার ঢাকায় আসেন। আজ মঙ্গলবার আকাশপথে তাঁর ঠাকুরগাঁওয়ে ফেরার কথা ছিল।
জেলা আওয়ামী লীগের নেতারা জানান, ১৯৭৭ সালে সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা-সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাদেক কুরাইশী ছাত্ররাজনীতিতে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি হয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ পান। ১৯৯১ সালে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন, ১৯৯৪ সালে সাংগঠনিক সম্পাদক হন। পরে ২০০১ সালে তিনি জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল দূর করে আহ্বায়ক হন। ২০০৫ সালে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১১ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি সাদেক কুরাইশী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পান। ২০১৫ সালে তিনি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যান। পরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া সাদেক কুরাইশী জেলা পরিষদের দ্বিতীয় জেলা প্রশাসক ও সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ দিনের সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ঠাকুরগাঁও রোড যুব সংসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় জানান, সাদেক কুরাইশীর মরদেহ রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাখার পর শ্রদ্ধা নিবেদন করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও রোড ইসলামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাদেক কুরাইশীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ইসলামনগর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে বলে জানান দীপক কুমার রায়।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে