Ajker Patrika

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী আর নেই

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১: ১৩
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী আর নেই

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় মেয়ের বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাদেক কুরাইশী। তাঁর মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। 

সাদেক কুরাইশীর ভাতিজা মুহা. আবু লাইশ কুরাইশী জানান, তাঁর চাচা গত রোববার সপরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যান। সেখান থেকে তিনি গতকাল সোমবার ঢাকায় আসেন। আজ মঙ্গলবার আকাশপথে তাঁর ঠাকুরগাঁওয়ে ফেরার কথা ছিল। 

জেলা আওয়ামী লীগের নেতারা জানান, ১৯৭৭ সালে সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা-সমাবেশ, মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাদেক কুরাইশী ছাত্ররাজনীতিতে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি হয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ পান। ১৯৯১ সালে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হন, ১৯৯৪ সালে সাংগঠনিক সম্পাদক হন। পরে ২০০১ সালে তিনি জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল দূর করে আহ্বায়ক হন। ২০০৫ সালে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১১ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি সাদেক কুরাইশী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পান। ২০১৫ সালে তিনি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যান। পরে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। 

এ ছাড়া সাদেক কুরাইশী জেলা পরিষদের দ্বিতীয় জেলা প্রশাসক ও সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ দিনের সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ঠাকুরগাঁও রোড যুব সংসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় জানান, সাদেক কুরাইশীর মরদেহ রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাখার পর শ্রদ্ধা নিবেদন করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আগামী বুধবার বেলা ১১টায় ঠাকুরগাঁও রোড ইসলামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাদেক কুরাইশীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ইসলামনগর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে বলে জানান দীপক কুমার রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত