Ajker Patrika

ক্যানসার যোদ্ধাদের মিলনমেলা, পেলেন বেঁচে থাকার অনুপ্রেরণা

রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আয়োজনে ক্যানসার যোদ্ধাদের মিলনমেলা। ছবি: আজকের পত্রিকা
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আয়োজনে ক্যানসার যোদ্ধাদের মিলনমেলা। ছবি: আজকের পত্রিকা

ক্যানসার হওয়া মানেই মৃত্যু নয়। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। এমন বার্তা ছড়িয়ে দিতে রংপুর বিভাগের আট জেলার পাঁচ শতাধিক ক্যানসার যোদ্ধাকে নিয়ে দিনব্যাপী এক অন্যর কম মিলনমেলা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের রেডিও থেরাপি বিভাগ আজ শনিবার নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নিয়ে রোগটির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান রোগীরা। সেই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যা শুনে অনুপ্রেরণা নেন আক্রান্তরা।

চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে ক্যানসার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আক্রান্ত রোগীদের শেষ দিকে চিকিৎসা শুরু করলে সুস্থ করে তোলা সম্ভব হয় না। এ ছাড়া গ্রামের অনেক নারী-পুরুষ ক্যানসারে আক্রান্ত হলেই মনে করেন মৃত্যু নিশ্চিত। এতে করে তাঁদের মনোবল ভেঙে যায়। অথচ সঠিক চিকিৎসা করে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরেছেন।

রমেক হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্যানসারের রোগীদের চিকিৎসায় আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির করা হলে অনেক রোগী সুস্থ হয়ে উঠবেন। ক্যানসার মানেই মৃত্যু—এ ধারণা থেকে মানুষকে বের করে আনতে হবে।

মিলনমেলা উপলক্ষে বের করা হয় জনসচেতনতামূলক র‌্যালি। ছবি: আজকের পত্রিকা
মিলনমেলা উপলক্ষে বের করা হয় জনসচেতনতামূলক র‌্যালি। ছবি: আজকের পত্রিকা

রেডিও থেরাপি বিভাগের প্রধান জাহান আফরোজা লাকী জানান, ক্যানসারে আক্রান্ত রোগীরাও সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তা মানুষকে জানানোর লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন।

আফরোজা লাকী বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি মেশিন নষ্ট। এরপরও আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছি। রোগীদের দুর্ভোগ লাঘবে ওষুধ, যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এটি করা সম্ভব হলে রোগীরা এই সরকারি হাসপাতাল থেকেই ক্যানসারের সব চিকিৎসা পাবেন।’

মিলনমেলায় আরও বক্তব্য দেন রেডিও থেরাপি বিভাগের চিকিৎসক সরকার তানভীর জাহিদ, আরিফ হাসনাত, এরশাদুল, মনি রানী, সোহেলী বিনতে মোস্তফা মিষ্টি, ক্যানসার যোদ্ধা সালমা ফেরদৌসী, মোনায়েমুল কবীর, নাজমুল হক, সহিবার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ সামসুজ্জামানসহ অন্যরা।

মিলনমেলা উপলক্ষে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এটি হাসপাতাল ক্যাম্পাসসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত