ঠাকুরগাঁও প্রতিনিধি
সাফ ফুটবলের শিরোপাজয়ী ঠাকুরগাঁওয়ের দুই নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করে।
এ সময় সাফজয়ী দুই ফুটবলারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন। সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
নিজ জেলায় এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত দুই নারী ফুটবলার। তাঁরা জানান, নিজ জেলায় এমন বর্ণিল আয়োজনে তাঁরা মুগ্ধ। এই সংবর্ধনা তাঁদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নারী ফুটবলার তৈরিতে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে দুই নারী কৃতী ফুটবলারকে নগদ অর্থ, ক্রেস্টসহ বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই নারী ফুটবলারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা এবং পৌরসভা পক্ষ থেকে ২০ হাজার টাকা উপহারের চেক হস্তান্তর করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সুসজ্জিত একটি ছাদখোলা জিপে করে মোটরসাইকেল শোভাযাত্রাসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কে তাঁদের প্রদক্ষিণ করানো হয়। এ সময় বাদ্যের তালে তালে জাতীয় পতাকা হাতে দুই ফুটবল তারকা হাত নেড়ে পথচারীদের ভালোবাসার জবাব দেন। এরপর তাঁদের অনুষ্ঠান সভামঞ্চে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত এবং নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে তৈরির আঁতুড়ঘর রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।
সাফ ফুটবলের শিরোপাজয়ী ঠাকুরগাঁওয়ের দুই নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করে।
এ সময় সাফজয়ী দুই ফুটবলারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন। সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
নিজ জেলায় এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত দুই নারী ফুটবলার। তাঁরা জানান, নিজ জেলায় এমন বর্ণিল আয়োজনে তাঁরা মুগ্ধ। এই সংবর্ধনা তাঁদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নারী ফুটবলার তৈরিতে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে দুই নারী কৃতী ফুটবলারকে নগদ অর্থ, ক্রেস্টসহ বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই নারী ফুটবলারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা এবং পৌরসভা পক্ষ থেকে ২০ হাজার টাকা উপহারের চেক হস্তান্তর করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সুসজ্জিত একটি ছাদখোলা জিপে করে মোটরসাইকেল শোভাযাত্রাসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কে তাঁদের প্রদক্ষিণ করানো হয়। এ সময় বাদ্যের তালে তালে জাতীয় পতাকা হাতে দুই ফুটবল তারকা হাত নেড়ে পথচারীদের ভালোবাসার জবাব দেন। এরপর তাঁদের অনুষ্ঠান সভামঞ্চে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত এবং নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে তৈরির আঁতুড়ঘর রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে