তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তবে গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে উপজেলায়। গতকাল শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশির শাহ জানান, আজ সকাল ৬ ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ উপজেলায় তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীত আরও তীব্রতা পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ে শিশিরবিন্দু। সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা পাওয়া গেলেও মেলে না তেমন উত্তাপ। ফলে মাঘ মাসের কনকনে শীতে জবুথবু অবস্থা এই অঞ্চলের মানুষের।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। আগের মতো যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে আমাদের। শীত মৌসুমে আসলে আমাদের অনেক কষ্ট হয়।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথরশ্রমিক আব্দুস সালাম বলেন, ‘বরফের পানির চেয়েও ঠান্ডা মহানন্দা নদীর পানি। এই কনকনে মাঘের শীতে ঠান্ডা পানিতে নেমে আমাদের কাজ করতে হচ্ছে। এতে অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলের রাব্বি বলেন, যেহেতু এ উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব, অসহায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৯ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে