Ajker Patrika

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাবি ছাত্র রনি

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৭: ৫৬
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাবি ছাত্র রনি

মা-বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রংপুরের ছেলে রহিদুল ইসলাম রনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির দুই বছরের মাথায় সেই স্বপ্ন ফিকে হতে বসেছে। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।

রংপুর নগরীর পরশুরাম চিলারঝাড় এলাকার দিনমজুর আব্দুর রহমানের ছেলে রনি ছোটবেলা থেকেই মেধাবী। অভাবের সংসারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের শয্যায় এখন লড়ছেন জীবনযুদ্ধে। 

গত এক মাস যাবৎ অসুস্থ রনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তাঁর ব্লাড ক্যানসার ধরা পরে। দিনমজুর বাবার পক্ষে তাঁর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা। পরিবারের বসতভিটা বিক্রির পর ৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছে তাঁর পরিবার। বাকি টাকার ব্যবস্থা করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রনির বাবা আব্দুর রহমান। 

রনির জন্য পথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের তাঁর সহপাঠী ও শিক্ষকেরাও। সম্প্রতি তাঁরা নগরীর প্রেসক্লাব এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

পরিবার ও সহপাঠীদের আকুতি, অর্থাভাবে যেন নিভে না যায় রনির জীবন প্রদীপ। 

রনিকে সাহায্য করার জন্য:

বিকাশ ও নগদ: ০১৩০৭৭২৯২৫৫ 
জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২০৭৫৮৯৫১৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত