চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বিপন্নপ্রায় নীলগাই কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে। গতকাল শনিবার ভোরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে নীলগাইটির মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি গোপন রাখে কর্তৃপক্ষ। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তা প্রকাশ্যে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে বন বিভাগ। পার্কে নেওয়ার পর থেকে প্রাণীটির চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সেটির মৃত্যু হয়েছে। পার্কে বর্তমানে আরও দুটি নীলগাই রয়েছে।’
সাফারি পার্ক সূত্রে জানা যায়, ১১ মে পঞ্চগড় সীমান্ত এলাকায় গ্রামবাসীর হাতে বিপন্নপ্রায় স্ত্রী লিঙ্গের নীলগাইটি ধরা পড়ে। পরে বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে পঞ্চগড় কার্যালয়ে নিয়ে যান এবং সেখান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। এর পর থেকে নীলগাইটি পার্কের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিল।
সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, ‘হস্তান্তরের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। ধীরে ধীরে ক্ষতস্থানে ইনফেকশন হয়। দুই পায়ের জয়েন্ট, মাথা, পেট, পা, রানসহ বিভিন্ন জায়গা থেকে পুঁজ বের হচ্ছিল। জীবাণু পুরো শরীরে ছড়িয়ে পড়ে, ফলে তার মৃত্যু হয়।’
চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে নীলগাইটি মারা গেছে। সীমান্ত পার হতে গিয়ে কাঁটাতারে শরীরের বহু স্থানে ক্ষত হয়। দুই পায়ের জয়েন্ট পর্যন্ত হাড় ক্ষতিগ্রস্ত হয়। সাত দিন ধরে প্রাণীটি কিছুই খাচ্ছিল না।’
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ থেকে হৃৎপিণ্ড, প্লীহা, ফুসফুস, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। মৃত নীলগাইটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বিপন্নপ্রায় নীলগাই কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে। গতকাল শনিবার ভোরে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে নীলগাইটির মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি গোপন রাখে কর্তৃপক্ষ। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তা প্রকাশ্যে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে বন বিভাগ। পার্কে নেওয়ার পর থেকে প্রাণীটির চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সেটির মৃত্যু হয়েছে। পার্কে বর্তমানে আরও দুটি নীলগাই রয়েছে।’
সাফারি পার্ক সূত্রে জানা যায়, ১১ মে পঞ্চগড় সীমান্ত এলাকায় গ্রামবাসীর হাতে বিপন্নপ্রায় স্ত্রী লিঙ্গের নীলগাইটি ধরা পড়ে। পরে বন বিভাগের কর্মীরা সেটিকে উদ্ধার করে পঞ্চগড় কার্যালয়ে নিয়ে যান এবং সেখান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। এর পর থেকে নীলগাইটি পার্কের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিল।
সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, ‘হস্তান্তরের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। ধীরে ধীরে ক্ষতস্থানে ইনফেকশন হয়। দুই পায়ের জয়েন্ট, মাথা, পেট, পা, রানসহ বিভিন্ন জায়গা থেকে পুঁজ বের হচ্ছিল। জীবাণু পুরো শরীরে ছড়িয়ে পড়ে, ফলে তার মৃত্যু হয়।’
চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে নীলগাইটি মারা গেছে। সীমান্ত পার হতে গিয়ে কাঁটাতারে শরীরের বহু স্থানে ক্ষত হয়। দুই পায়ের জয়েন্ট পর্যন্ত হাড় ক্ষতিগ্রস্ত হয়। সাত দিন ধরে প্রাণীটি কিছুই খাচ্ছিল না।’
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ থেকে হৃৎপিণ্ড, প্লীহা, ফুসফুস, কিডনি ও অন্ত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হবে। মৃত নীলগাইটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪২ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে