Ajker Patrika

ভারতে আটক বাংলাদেশি নাগরিক

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
ভারতে আটক বাংলাদেশি নাগরিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ির কাজিয়ারচরের এক ব্যক্তিকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাসেন আলী। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে। 

জানা যায়, গত বুধবার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখণ্ড তল্লিতলা এলাকায় প্রবেশ করায় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঝলঝলি বিএসএফ ক্যাম্পের কালজানী নদীর চর পোস্টের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা হাসেন আলীকে ধরে নিয়ে যায়। পরে বিএসএফ তাঁকে তুফানগঞ্জ থানা–পুলিশের নিকট হস্তান্তর করে। 

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ তাঁর ইউনিয়নের নাগরিক ভারতে বন্দী থাকার সত্যতা নিশ্চিত করে জানান, হাসেন আলী একজন প্রতিবন্ধী। তাঁকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। তিনি বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়। জানতে পেড়েছি হাসেন আলী বর্তমানে তুফানগঞ্জ পুলিশের জিম্মায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে ছাড়িয়ে আনার প্রক্রিয়া চলছে। 

বিজিবি ২২ কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, হাসেন আলী ভারতে প্রবেশ করায় বিএসএফ তাঁকে আটক করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত