Ajker Patrika

গোবিন্দগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিরব (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে কালিতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের একপাশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে মাছ ব্যবসায়ী নিরব ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহতের সঙ্গে থাকা দুলাল নামে অপর এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত