Ajker Patrika

কুড়িগ্রাম-৪ আসনে নৌকার জয়, জামানত হারালেন বিরোধী সব প্রার্থী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩: ২৭
কুড়িগ্রাম-৪ আসনে নৌকার জয়, জামানত হারালেন বিরোধী সব প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী। একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে টানা দ্বিতীয়বার আওয়ামী লীগ জয়লাভ করেছে।

কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিপ্লব হাসান ৮১ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট।

এ আসনে মোট ৩ লাখ ৩৮ হাজার ৪০৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৪ জন ভোটার ১৩০টি কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। সে হিসাবে কুড়িগ্রাম-৪ আসনের পরাজিত প্রার্থীদের জামানত ফিরে পেতে ১৪ হাজার ৭৫১ ভোট প্রয়োজন ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই সেই পরিমাণ ভোট পাননি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা অনুযায়ী এ আসনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট, জাতীয় পার্টির এ কে এম সাইফুর রহমান ১২ হাজার ২৮১, ঢেঁকি প্রতীকে ডা. ফারুকুল ইসলাম ৭ হাজার ৮১৯, শহিদুল ইসলাম শালু ট্রাক প্রতীকে ২ হাজার ৫৪১, শাহ মো. নুর-ই-শাহী কলার ছড়ি প্রতীকে ৬৭১ ভোট, তৃণমূল বিএনপির আতিকুর রহমান খান পেয়েছেন ৩৯৬, কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামিম হাবীব ২০১ ভোট, মাসুম ইকবাল কাঁচি প্রতীকে পেয়েছেন ১২৮, জাতীয় পার্টি জেপি (মঞ্জু) রুহুল আমিন ১১৩ এবং বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হামিদ পেয়েছেন ৭০ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত