Ajker Patrika

লকডাউনে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মানববন্ধন: ইউএনওর হস্তক্ষেপে ভন্ডুল

প্রতিনিধি, নীলফামারী
লকডাউনে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মানববন্ধন: ইউএনওর হস্তক্ষেপে ভন্ডুল

কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নীলফামারীর ডিমলায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচি উপজেলা প্রশাসন ভন্ডুল করে দিয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পচার হাট ছোট পুল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ডিমলা উপজেলার পচার হাট, কুঠির ডাঙা ও বামন ডাঙা এবং জলঢাকা উপজেলার চিড়া ভিজা গোলনা, খারিজা গোলনা ও ভাদুর দরগা মৌজায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১২০০ একর জমিতে জলাধার রয়েছে। দীর্ঘ দিন ধরেই এলাকার প্রভাবশালীরা ওই জমি ভোগ-দখল করে আসছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড তাঁদের প্রয়োজনে বুড়ি তিস্তা ব্যারাজের স্লুইসগেট বন্ধ করে ওই জলাধারে পানি ধারণ করে রাখে। এরই প্রতিবাদে স্লুইসগেট এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় প্রভাবশালীরা। 

মানববন্ধনে ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, জলঢাকা উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম পাশা কবির ও খারিজা গোলনা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম কবিরসহ ওই এলাকার তিন সহস্রাধিক লোক অংশ নেয়। 

খবর পেয়ে ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনাস্থলে গিয়ে মানববন্ধন অনুষ্ঠান ভন্ডুল করে উপস্থিত লোকজনকে সরিয়ে দেন।  এ সময় বুড়ি তিস্তা ব্যারেজ রক্ষায় সেখানে ডিমলা ও জলঢাকা থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় এ প্রসঙ্গে বলেন, `মানববন্ধন কর্মসূচির তথ্যটি জানা ছিল না। আর আমাদের বলে–কয়ে কেউ কর্মসূচি হাতে নেন না। পরে যখন জানতে পারলাম, তখন ঘটনাস্থলে আমি সশরীরে হাজির হয়ে লোকজনকে সরিয়ে দিই।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত