Ajker Patrika

শিবির ছেড়ে আসা ৯ রোহিঙ্গা ভূরুঙ্গামারীতে আটক

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০: ২৪
শিবির ছেড়ে আসা ৯ রোহিঙ্গা ভূরুঙ্গামারীতে আটক

রোহিঙ্গা শিবির ছেড়ে আসা একই পরিবারের সাতজন সহ মোট  নয়জন রোহিঙ্গাকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা শিবির–১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুজন হলেন টেংরাখালী রোহিঙ্গা শিবির-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা শিবির-২ এর ইসমাইল হোসেন (১৮)।

সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটোরিকশা অধিকসংখ্যক যাত্রী পরিবহন করছে। রিকশাটি থামিয়া জিজ্ঞাসাবাদ করলে যাত্রীদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে যাত্রীরা জানায় ভারতে যাওয়ার উদ্দেশ্য সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থতায় তাঁরা রোহিঙ্গা শিবির ছেড়ে এসেছেন। পরে তাঁদেরকে থানায় হস্তান্তর করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত