Ajker Patrika

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে প্রাণ গেল স্টেশন মাস্টারের

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬: ৫১
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে প্রাণ গেল স্টেশন মাস্টারের

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল সোবহান আকন্দ (৭০)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।

আব্দুস সোবহান অবসর গ্রহণের পর তিনি চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেলস্টেশনে কর্মরত ছিলেন। বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

মহিমাগঞ্জ রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তাঁর গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এ সময় বুড়িমারীগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেসের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান।

তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন চলে গেলে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।

বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. ইউসুফ আলী বলেন, মুমূর্ষু অবস্থায় ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত