Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০২
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাটের আদিতমারীতে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আনছার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় আনছার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহারে জানা গেছে, প্রায় আট মাস আগে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন আনছার আলী। মেরে ফেলার হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। ভয়ে ধর্ষণের ঘটনাটি গোপন রাখে ভুক্তভোগী স্কুলছাত্রী। পরে তার শরীরের পরিবর্তন দেখে পরিবারের লোকজন চিকিৎসক দেখান। পরীক্ষা-নিরীক্ষা করে পরিবারের লোকজন জানতে পারেন সে আট মাসের অন্তঃসত্ত্বা। পরে ভুক্তভোগী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানায়।

ঘটনাটি জানার পর সোমবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় আনছার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওই দিন রাতেই আনছার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত