সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আমদানি করা পাথর চুরি করে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ উঠেছে সৈয়দপুর রেলওয়ের পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও স্টেশনের কয়েকজন অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে মালবাহী ট্রেনে আমদানি করা পাথর সৈয়দপুরে খালাস করা হয়। এরপর এখান থেকে আমদানিকারকেরা বিভিন্ন জেলায় পাথরগুলো সরবরাহ করেন। খালাস থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত বেশ কয়েক দিন সময় লাগে। এ সময় রাতের আধারে শহরের রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের পেছনে রসুলপুর এলাকার চামুয়া মিয়া (৪৫) ও তাঁর সহযোগীরা পাথর চুরি করছে। এবং পাথর চুরি করে সেগুলো নিজের বাড়িতেই রাখেন চামুন মিয়া। বাড়ি থেকেই অর্ধেক বাজার মূল্যে পাথরগুলো বিক্রি করছেন তিনি।
বে বিষয়ে বৃহস্পতিবার অভিযুক্ত চামুয়া মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমদানি নৈশপ্রহরী হিসেবে পাথরগুলো পাহারা দেই আমি। বেতন বাবদ চার হাজার টাকা পাই। ওই টাকার পরিবর্তে ঠিকাদার আমাকে পাথরগুলো দিয়েছেন। জিআরপি, আরএনবি ও স্টেশন মাস্টারের অনুমতিতেই পাথরগুলো বাড়িতে এনেছি। সেগুলো দিয়ে বাড়ির কাজ করাব।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, পাথর চুরির কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। চুরির সঙ্গে রেলওয়ে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, পাথর চুরির বিষয়টি আমার জানা নেই। রেলওয়ের স্টেশন ইয়ার্ড থেকে কাউকে পাথর নিয়ে যাওয়ার অনুমতির প্রশ্নই আসেনা। যদি কেউ এমনটি বলে থাকে তাহলে তিনি মিথ্যা বলেছেন। তিনি আরও বলেন, চুরির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আমদানি করা পাথর চুরি করে বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ উঠেছে সৈয়দপুর রেলওয়ের পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী ও স্টেশনের কয়েকজন অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে মালবাহী ট্রেনে আমদানি করা পাথর সৈয়দপুরে খালাস করা হয়। এরপর এখান থেকে আমদানিকারকেরা বিভিন্ন জেলায় পাথরগুলো সরবরাহ করেন। খালাস থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত বেশ কয়েক দিন সময় লাগে। এ সময় রাতের আধারে শহরের রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের পেছনে রসুলপুর এলাকার চামুয়া মিয়া (৪৫) ও তাঁর সহযোগীরা পাথর চুরি করছে। এবং পাথর চুরি করে সেগুলো নিজের বাড়িতেই রাখেন চামুন মিয়া। বাড়ি থেকেই অর্ধেক বাজার মূল্যে পাথরগুলো বিক্রি করছেন তিনি।
বে বিষয়ে বৃহস্পতিবার অভিযুক্ত চামুয়া মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমদানি নৈশপ্রহরী হিসেবে পাথরগুলো পাহারা দেই আমি। বেতন বাবদ চার হাজার টাকা পাই। ওই টাকার পরিবর্তে ঠিকাদার আমাকে পাথরগুলো দিয়েছেন। জিআরপি, আরএনবি ও স্টেশন মাস্টারের অনুমতিতেই পাথরগুলো বাড়িতে এনেছি। সেগুলো দিয়ে বাড়ির কাজ করাব।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, পাথর চুরির কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। চুরির সঙ্গে রেলওয়ে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, পাথর চুরির বিষয়টি আমার জানা নেই। রেলওয়ের স্টেশন ইয়ার্ড থেকে কাউকে পাথর নিয়ে যাওয়ার অনুমতির প্রশ্নই আসেনা। যদি কেউ এমনটি বলে থাকে তাহলে তিনি মিথ্যা বলেছেন। তিনি আরও বলেন, চুরির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৬ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৫ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৬ মিনিট আগে