Ajker Patrika

সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে ধরা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে ধরা

কুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি ৯ বছর পালিয়ে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। উলিপুর থানার পুলিশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে  র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করেছে।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম অফিয়াল (৫০) বুড়াবুড়ি ইউনিয়নের পত্রনবিশ এলাকার বাসিন্দা। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, পত্রনবিশের বজলার রহমানের ছেলে রোস্তম আলীর সঙ্গে প্রতিবেশী রফিকুলের বিরোধ চলছিল। এর জেরে ২০০৮ সালের ১০ আগস্ট রোস্তম আলী বাড়ির পাশে জমি থেকে বাছুর আনতে যান। এ সময় রফিকুল ইসলামসহ তাঁর লোকজন রোস্তম আলীকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই রোস্তম আলীর মৃত্যু হয়। 

এ ঘটনায় রোস্তম আলীর ভাই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ২০১৫ সালের ১৮ জানুয়ারি আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে রফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। সে সময় থেকে পলাতক ছিলেন রফিকুল। গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা বলেন, রফিকুলকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত