বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে