নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও চূড়ান্ত তফসিল ঘোষণা করা হয়নি।
জাহাংগীর আলম বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। আপাতত আজকের কমিশন সভায় ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, রংপুর সিটিতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। একই সঙ্গে অন্যান্য নির্বাচনের মতো রসিক ভোটেও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।
এ সময় রংপুর সিটি ভোট ছাড়াও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।
সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এই সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও চূড়ান্ত তফসিল ঘোষণা করা হয়নি।
জাহাংগীর আলম বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। আপাতত আজকের কমিশন সভায় ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, রংপুর সিটিতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। একই সঙ্গে অন্যান্য নির্বাচনের মতো রসিক ভোটেও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।
এ সময় রংপুর সিটি ভোট ছাড়াও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।
সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এই সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
২ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩৬ মিনিট আগে