Ajker Patrika

রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর, থাকবে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৪৭
রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর, থাকবে সিসি ক্যামেরা

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও চূড়ান্ত তফসিল ঘোষণা করা হয়নি।

জাহাংগীর আলম বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। আপাতত আজকের কমিশন সভায় ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, রংপুর সিটিতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। একই সঙ্গে অন্যান্য নির্বাচনের মতো রসিক ভোটেও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।

এ সময় রংপুর সিটি ভোট ছাড়াও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এই সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। 

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত