Ajker Patrika

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি
বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় নারায়ণ চন্দ্র রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের রাজেন্দ্র রায়ের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, নারায়ণ চন্দ্র রায় মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ পৌর শহরের বাড়ি হতে গ্রামের বাড়ি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র যাচ্ছিলেন। পথে ফিসারী মোড় সংলগ্ন পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে পঞ্চগড় হতে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশের সার্জেন্ট বকুল রানী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ট্রাক টিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ট্রাক এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত