প্রতিনিধি
রংপুর: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ। আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ–কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে নয় দিন নিখোঁজ থাকার পর আজ দুপুরে আবু ত্ব–হা ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া যায়। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর বাকি তিনজনকেও ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই উপস্থিত করা হয়নি।
উপ–কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ব্যক্তিগত কারণে আবু ত্ব–হা ও তাঁর সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তাঁরা গাইবান্ধায় আবু ত্ব–হার বন্ধু জাহিদের বাড়িতেই এতদিন ছিলেন। আজ দুপুরে রংপুর শহরের মাস্টারপাড়া এলাকায় প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
আবু ত্ব–হা আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রী রংপুরেই তাঁর বাবার বাড়িতে থাকেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত বুধবার স্বামীর সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনিই সংবাদ সম্মেলন করেন।
রংপুর: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ। আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ–কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে নয় দিন নিখোঁজ থাকার পর আজ দুপুরে আবু ত্ব–হা ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া যায়। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর বাকি তিনজনকেও ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই উপস্থিত করা হয়নি।
উপ–কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ব্যক্তিগত কারণে আবু ত্ব–হা ও তাঁর সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তাঁরা গাইবান্ধায় আবু ত্ব–হার বন্ধু জাহিদের বাড়িতেই এতদিন ছিলেন। আজ দুপুরে রংপুর শহরের মাস্টারপাড়া এলাকায় প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
আবু ত্ব–হা আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রী রংপুরেই তাঁর বাবার বাড়িতে থাকেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত বুধবার স্বামীর সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনিই সংবাদ সম্মেলন করেন।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৯ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে