প্রতিনিধি
রংপুর: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ। আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ–কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে নয় দিন নিখোঁজ থাকার পর আজ দুপুরে আবু ত্ব–হা ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া যায়। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর বাকি তিনজনকেও ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই উপস্থিত করা হয়নি।
উপ–কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ব্যক্তিগত কারণে আবু ত্ব–হা ও তাঁর সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তাঁরা গাইবান্ধায় আবু ত্ব–হার বন্ধু জাহিদের বাড়িতেই এতদিন ছিলেন। আজ দুপুরে রংপুর শহরের মাস্টারপাড়া এলাকায় প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
আবু ত্ব–হা আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রী রংপুরেই তাঁর বাবার বাড়িতে থাকেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত বুধবার স্বামীর সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনিই সংবাদ সম্মেলন করেন।
রংপুর: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ। আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ–কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে নয় দিন নিখোঁজ থাকার পর আজ দুপুরে আবু ত্ব–হা ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া যায়। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর বাকি তিনজনকেও ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই উপস্থিত করা হয়নি।
উপ–কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ব্যক্তিগত কারণে আবু ত্ব–হা ও তাঁর সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তাঁরা গাইবান্ধায় আবু ত্ব–হার বন্ধু জাহিদের বাড়িতেই এতদিন ছিলেন। আজ দুপুরে রংপুর শহরের মাস্টারপাড়া এলাকায় প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
আবু ত্ব–হা আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রী রংপুরেই তাঁর বাবার বাড়িতে থাকেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত বুধবার স্বামীর সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনিই সংবাদ সম্মেলন করেন।
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ অস্ত্র, এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাত বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল নামক স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
৩ মিনিট আগেমৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৫ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৫ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৭ ঘণ্টা আগে