Ajker Patrika

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২১
গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন এখন কারাগারে। তিনি ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলার আসামি। গত রোববার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ তাঁকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত থেকে জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন। 
 
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছরে উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠান। 
 
উল্লেখ্য, গত ১৭ জুন বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার বাদী হয়ে মোসাব্বির হোসেনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত