Ajker Patrika

ঘোড়াঘাটে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত, শাশুড়ি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
ঘোড়াঘাটে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত, শাশুড়ি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর পিটুনিতে মনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়িকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।

নিহত মনিরা খাতুন দেওগ্রাম-ভূতগাড়ী গ্রামের আবদুল মমিন মিয়ার মেয়ে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আবদুল মমিন বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ নিহতের শাশুড়ি সখিনা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে।

মামলার পলাতক আরও দুই আসামি হলেন স্বামী সাখাওয়াত হোসেন (৪০) এবং শ্বশুর মামুনুর রশিদ (৬০)।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে আগে পারিবারিক ভাবে বিয়ে হয় মনিরা খাতুন ও সাখাওয়াত মিয়ার। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। দীর্ঘদিন থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে একাধিকবার গ্রামে সালিস হয়েছে।

শুক্রবার রাতে এই দম্পতির মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন স্বামী সাখাওয়াত। এ সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান মনিরা খাতুন। পরে প্রতিবেশীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবার করা মামলায় আমরা শাশুড়িকে গ্রেপ্তার করেছি এবং তার স্বামী ও শ্বশুর পলাতক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত