কুড়িগ্রাম প্রতিনিধি
নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে।
ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী।
নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে।
ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী।
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
২ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
৩ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৪ ঘণ্টা আগে