Ajker Patrika

গাইবান্ধায় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২: ৪৯
গাইবান্ধায় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

জিনিসপত্রের দাম কমানোসহ মজুরদের কাজ ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা শাখার উদ্যোগে শহরে এ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষোভ মিছিল শেষে ১ নম্বর রেলগেটে সমাবেশ হয়। এতে আয়োজক সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবিব সাঈদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু ৫২ বছরের শাসন এ দেশের কৃষি ও কৃষককে ধ্বংস করে দিয়ে কৃষকদের দিনমজুর ও ভূমিহীনে পরিণত করেছে। তাই দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদের রক্ষা করতে হবে। 

বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০ টাকা কেজিতে ওএমএসের চাল বিক্রি, শহরে পর্যাপ্ত পরিমাণে টিসিবির কার্যক্রম সারা বছর চালু রাখা ও রেশনের দাবি জানান। 

এ ছাড়া ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি উদ্যোগে ক্রয়কেন্দ্র খোলা, ইউনিয়নে খাদ্যগুদাম ও জেলায় হিমাগার নির্মাণ, কৃষিঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনা সুদে সহজশর্তে ঋণদান, এনজিও ও মহাজনি ঋণের জুলুম আইন করে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত