সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওধির চন্দ্র (৪৫)। এ ঘটনায় আজ শুক্রবার ওধিরের এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওধির উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়ার ওভেন চন্দ্রের ছেলে। তিনি ওই ইউনিয়নের আলহাজ্ব নমীর উদ্দীন অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। গ্রেপ্তার যুবকের নাম মোরশেদুল (৩৩)। মোরশেদুল রংপুরের তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়ার বাসিন্দা। তিনি ওধিরের সহকর্মী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ শুক্রবার বিকেলে নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র রায় বাদী হয়ে মোরশেদুলের (৩৩) নামে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের কাছে মোরশেদুল দাবি করেন, এটি একটি ভুলবশত দুর্ঘটনা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই অটো রাইস মিলের কর্মচারী ওধির চন্দ্র ও মোরশেদুল হাওয়ার মেশিন দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এ সময় ওধিরের শরীর পরিষ্কারের সময় হাওয়ার মেশিন দিয়ে মোরশেদুল ওধিরের পায়ুপথে হাওয়া দিলে তাঁর পেট ফুলে যায়। ঘটনাস্থলেই জ্ঞান হারালে তাঁকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান ওধির চন্দ্র।
বসুনী চন্দ্র ও আলামিন হোসেন নামের ওধিরের দুই সহকর্মী বলেন, ধান পরিষ্কারের যন্ত্র দিয়ে ‘ইয়ার্কি’ করে পায়ুপথের ময়লা পরিষ্কার করতে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
গ্রেপ্তারের আগে মোরশেদুল আজকের পত্রিকাকে বলেন, গায়ের ময়লা পরিষ্কারের সময় ভুলবশত পায়ুপথে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এটি একটি ভুলবশত দুর্ঘটনা।
অটো রাইস মিল মালিক নমীর উদ্দীন বলেন, ‘আমি ঘটনার সময় মিলে ছিলাম না। সেখানে ছয়জন কর্মচারী কাজ করছিলেন। পরে এসে ঘটনা জানার পরই রংপুর হাসপাতালে ছুটে যাই।’
নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র বলেন, ‘পায়ুপথের মতো জায়গায় কেউ কী ইয়ার্কি করে বাতাস ঢোকায়? এটা হতেই পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এর সঙ্গে জড়িত মোরশেদুলের বিচার চাই।’
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ওধির চন্দ্র (৪৫)। এ ঘটনায় আজ শুক্রবার ওধিরের এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ওধির উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়ার ওভেন চন্দ্রের ছেলে। তিনি ওই ইউনিয়নের আলহাজ্ব নমীর উদ্দীন অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। গ্রেপ্তার যুবকের নাম মোরশেদুল (৩৩)। মোরশেদুল রংপুরের তারাগঞ্জ উপজেলার জদ্দিপাড়ার বাসিন্দা। তিনি ওধিরের সহকর্মী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ শুক্রবার বিকেলে নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র রায় বাদী হয়ে মোরশেদুলের (৩৩) নামে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের কাছে মোরশেদুল দাবি করেন, এটি একটি ভুলবশত দুর্ঘটনা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই অটো রাইস মিলের কর্মচারী ওধির চন্দ্র ও মোরশেদুল হাওয়ার মেশিন দিয়ে ধান পরিষ্কার করছিলেন। এ সময় ওধিরের শরীর পরিষ্কারের সময় হাওয়ার মেশিন দিয়ে মোরশেদুল ওধিরের পায়ুপথে হাওয়া দিলে তাঁর পেট ফুলে যায়। ঘটনাস্থলেই জ্ঞান হারালে তাঁকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান ওধির চন্দ্র।
বসুনী চন্দ্র ও আলামিন হোসেন নামের ওধিরের দুই সহকর্মী বলেন, ধান পরিষ্কারের যন্ত্র দিয়ে ‘ইয়ার্কি’ করে পায়ুপথের ময়লা পরিষ্কার করতে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
গ্রেপ্তারের আগে মোরশেদুল আজকের পত্রিকাকে বলেন, গায়ের ময়লা পরিষ্কারের সময় ভুলবশত পায়ুপথে বাতাস প্রবেশ করালে ওধির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এটি একটি ভুলবশত দুর্ঘটনা।
অটো রাইস মিল মালিক নমীর উদ্দীন বলেন, ‘আমি ঘটনার সময় মিলে ছিলাম না। সেখানে ছয়জন কর্মচারী কাজ করছিলেন। পরে এসে ঘটনা জানার পরই রংপুর হাসপাতালে ছুটে যাই।’
নিহতের ছেলে প্রশান্ত চন্দ্র বলেন, ‘পায়ুপথের মতো জায়গায় কেউ কী ইয়ার্কি করে বাতাস ঢোকায়? এটা হতেই পারে না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এর সঙ্গে জড়িত মোরশেদুলের বিচার চাই।’
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে