প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
৪৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১ ঘণ্টা আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৩ ঘণ্টা আগে