Ajker Patrika

কাদিয়ানিদের সালানা জলসা বন্ধের দাবিতে স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি
কাদিয়ানিদের সালানা জলসা বন্ধের দাবিতে স্মারকলিপি

আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ান সম্প্রদায়ের ৯৭ তম বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে মৌন মিছিল এবং স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় যুব সমাজ নামে একটি সংগঠন। আজ রোববার দুপুরে জেলা শহরের রাজনগড় জামে মসজিদ থেকে এ মৌন মিছিলটি বের হয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। 

এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান। এরপর পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়েও স্মারকলিপি দেন সংগঠনটির সদস্যরা। 

এ সময় সংগঠনটির সভাপতি মাওলানা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আহমাদসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

সংগঠনটির দাবি, কাদিয়ানিরা তাদের কুফরি মতবাদ প্রচারের জন্যই এই জলসার আয়োজন করছেন প্রতিবছর। জলসায় পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সরলমনা মুসলমানদের ঈমান আক্বিদা নষ্ট করে তাদের কুফরি আক্বিদা ও মতবাদ প্রতিষ্ঠার কাজ করছে। 

সংগঠনটির সভাপতি মাওলানা লিয়াকত আলী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করেছি। ইসলাম বিরোধী যেকোনো কর্মকাণ্ডে আমরা প্রতিবাদ জানাই। এটা আমাদের ঈমানি দায়িত্ব। কাদিয়ান সম্প্রদায় কাদিয়ানি হিসেবে তাদের কার্যক্রম চালাতে চাইলে আমরা বাধা দেব না। তবে মুসলমান নাম ধরে তাদের যেকোনো কর্মসূচির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত