Ajker Patrika

সাদুল্লাপুরে বিরোধ মেটাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: আজকের পত্রিকা
হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে মামুন মিয়ার (৩০) ছুরিকাঘাতে চাচাতো ভাই ফুয়াদ মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ হতাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ মিয়া ওই গ্রামের আফজাল মাস্টারের ছেলে। অভিযুক্ত মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে। ফুয়াদ ও মামুন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির সামনে মামুন মিয়ার সঙ্গে তাঁর আপন ভাই আল আমিন মিয়া বন্ধকি কচুখেত নিয়ে ঝগড়ায় জড়ান। তাঁদের দুই ভাইয়ের ঝগড়া থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে গেলে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মামুন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদের মৃত্যু হয়।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত