Ajker Patrika

নৌকার প্রার্থীকে ‘আমাদের আবুল কালাম’ বলে তোপের মুখে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২০: ০১
নৌকার প্রার্থীকে ‘আমাদের আবুল কালাম’ বলে তোপের মুখে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা

যাচাই-বাছাইয়ের দিন গাইবান্ধা-৪ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে। 

জানা যায়, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিতের ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র দাখিল করেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা। 

বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ওই বক্তব্যের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত