Ajker Patrika

খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁও প্রতিনিধি
খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে খড় রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম গজেন রায় (৬৫)। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত গজেন ওই গ্রামের মৃত ফোইরাদু রায়ের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু বলেন, গজেন রায় ও প্রতিবেশী ধর্ম রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত মামলা চলে আসছিল। সম্প্রতি মামলায় গজেনের পক্ষে আদালতের রায় হয়। গতকাল ধর্ম মাঠের আমন ধান কেটে গজেনের বাড়ির উঠানে খড় স্তূপ করে রাখছিলেন। এ সময় গজেন সেখানে রাখতে নিষেধ করলে ধর্ম ও তাঁর পরিবারের লোকজন তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গজেন ঘটনাস্থলেই মারা যান। 

ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর ধর্ম ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। 

নিহতের ছেলে ভবেশ রায় জানান, ১৩ বছর ধরে প্রতিবেশী হর কুমার, মধু রায়, ধর্ম রায়ের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। কিন্তু গত তিন মাস আগে জমির মামলার রায় পায় তাঁরা। সন্ধ্যায় বাড়ির গেটের সামনেই খড় স্তূপ করে রাখছিলেন তাঁরা (ধর্ম)। এতে তাঁদের নিষেধ করলে সংঘর্ষ বাধে। এ সময় তাঁর বাবাকে লাঠি দিয়ে মারধর করা হলে তিনি ঘটনাস্থলে মারা যান। 

সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গজেন রায়ের ছেলে ভবেশ রায় বাদী হয়ে রাতে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় দিপীকা রাণী ও সুরবালা নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত