Ajker Patrika

রংপুরে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

প্রতিনিধি, রংপুর 
রংপুরে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৫৬ জন শনাক্ত হয়েছে। এর আগে জেলায় সর্বোচ্চ ১৪ জন মারা যায়। আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের সাতজন, দিনাজপুরের চারজন, পঞ্চগড়ের দুজন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে ঠাকুরগাঁওয়ে ১৩২, দিনাজপুরে ১০৭, রংপুরে ৯৫, গাইবান্ধায় ৫৭, নীলফামারীতে ৫০, কুড়িগ্রামে ৪০, লালমনিরহাটে ৩৯ এবং পঞ্চগড়ে ৩৬ জন রয়েছেন। 

আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান হয়, বিভাগের আট জেলার ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ২৩৮ জন রোগী। 

তিনি আরও জানান, এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫৬৭ জন। 

এদিকে রংপুরে চলমান কঠোর লকডাউনের প্রথম দিন থেকে কঠোর অবস্থা রয়েছেন আইনশৃঙ্খলাবাহিনী। অকারণে ঘর থেকে বের হলে মামলা ও জরিমানা গুনতে হচ্ছে। রাস্তায় রিকশা-অটোরিকশা চলতে দেখা গিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত