Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৭
ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আধা ঘণ্টাব্যাপী মুষলধারে এই শিলাবৃষ্টি হয়। 

বসন্তের এই ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কারণে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শহরের বিভিন্ন স্থানে শিলার স্তূপ জমে থাকতে দেখা যায়। 

পৌর শহরের সবজি ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘জীবনেও এমন শিলাবৃষ্টি দেখিনি। আমের আগাম জাতের কিছু মুকুল এসেছিল, তার সবকিছুই শেষ।’ 

হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিসদর উপজেলার রায়পুর ইউনিয়নের প্রান্তিক কৃষক হাসান আলী বলেন, ‘শিলার আঘাতে আমার ফসলের ক্ষতি হয়েছে। বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে এখন ভিজতে হবে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, ‘এই সময়ে হালকা বৃষ্টি হলে তা আমসহ বিভিন্ন ফসলের জন্য উপকারী। তবে অতিরিক্ত শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত