কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে গ্রেপ্তার হন এই আওয়ামী লীগ নেতা।
রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নুর উপজেলা সদরের গোবর্ধন দোলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
নিজ দল ও বিরোধী দলের কর্মীদের ওপর নানা সময় নির্যাতনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নানা অপকর্মের অভিযোগে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত।
থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামের এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নুরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নুর ওই মামলায় এজাহার নামীয় এক নম্বর আসামি।
আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও বিরোধী মত দমনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নুর। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি উপজেলার সংবাদকর্মীদের দমন ও প্রেসক্লাবে হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকলে মিলে যে সুযোগ-সুবিধা ও সম্পদের মালিক হয়েছেন, আবু নুর একাই তার চেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। তিনি ছিলেন বেপরোয়া। তাঁর আধিপত্য ছিল একচেটিয়া। আমরা চাই তাঁর সকল অপকর্মের আইনানুগ বিচার হোক।’
এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, আজ বিকেলে গ্রেপ্তার আবু নুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের নিজ বাড়ির কাছ থেকে গ্রেপ্তার হন এই আওয়ামী লীগ নেতা।
রাজারহাট থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নুর উপজেলা সদরের গোবর্ধন দোলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
নিজ দল ও বিরোধী দলের কর্মীদের ওপর নানা সময় নির্যাতনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নানা অপকর্মের অভিযোগে তিনি ছিলেন আলোচিত-সমালোচিত।
থানা সূত্র জানায়, ২০১৩ সালে রাজারহাট উপজেলা শহরে হান্নান আলী নামের এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় আবু নুরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাজারহাট থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী হান্নান। আবু নুর ওই মামলায় এজাহার নামীয় এক নম্বর আসামি।
আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দল ও বিরোধী মত দমনে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু নুর। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি উপজেলার সংবাদকর্মীদের দমন ও প্রেসক্লাবে হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবরে রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক খন্দকার আরিফ বলেন, ‘আওয়ামী লীগের সময়কালে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকলে মিলে যে সুযোগ-সুবিধা ও সম্পদের মালিক হয়েছেন, আবু নুর একাই তার চেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। তিনি ছিলেন বেপরোয়া। তাঁর আধিপত্য ছিল একচেটিয়া। আমরা চাই তাঁর সকল অপকর্মের আইনানুগ বিচার হোক।’
এ ব্যাপারে জানতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
ডিউটি অফিসার সফিকুল ইসলাম বলেন, আজ বিকেলে গ্রেপ্তার আবু নুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে