Ajker Patrika

হাতীবান্ধায় পাটখেতে মিলল বৃদ্ধার মরদেহ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৬: ৫৯
হাতীবান্ধায় পাটখেতে মিলল বৃদ্ধার মরদেহ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাটখেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী সিংগীমারী গ্রামের পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমার ছেলের বউ ওই বৃদ্ধার মরদেহ পাটখেতে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’

আব্দুস সামাদ আরও বলেন, ‘ওই বৃদ্ধা দুই দিন থেকে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন। আমরা তাঁকে চিনি না। তবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা ভারতীয়।’

সিংগীমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘স্থানীয়রা আমাকে খবর দিলে তাৎক্ষণিক হাতীবান্ধা থানা-পুলিশকে বিষয়টি জানাই।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে ওই মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত