বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হওয়া ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১) ; গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫) ; কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘বিআরটিএর পক্ষ থেকে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ও প্রতি আহত ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আজ সকালে গাজীপুরের আহির উদ্দিন ও তাঁর ছেলে সামিউলকে স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, ‘আহত ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত হওয়া ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন (১৬), বাবু (২০), এরশাদুল হক ও মো. শাহ আলম (৩১) ; গাজীপুরের সাগর (২২) ও অলিউল্লাহ (৩৫) ; কক্সবাজারের রামুর জসীম উদ্দিন (২৮) এবং ময়মনসিংহের তপু হাসান (২৮)। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’
ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘বিআরটিএর পক্ষ থেকে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ও প্রতি আহত ব্যক্তিকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।’
জানা গেছে, আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আজ সকালে গাজীপুরের আহির উদ্দিন ও তাঁর ছেলে সামিউলকে স্বজনেরা ঢাকায় নিয়ে গেছেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, ‘আহত ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী (৪৫) নামের এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনেরা। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের পলবান্ধা ধর্মকুড়া এলাকায় নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
২ মিনিট আগেখুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিয়াজ (২৩) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে এক যুবককে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে সেই গৃহবধূকেও পেটানো হয়েছে। এ-সংক্রান্ত দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ মিনিট আগেচট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক চেম্বার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ অবস্থায় অন্তত আটজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে অবস্থিত একটি লোহার ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে