নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে পুলিশ। মাদকগুলো গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন আটককৃতরা।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে ট্রাকটি আটক করা হয়। পরে সেটি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে ট্রাকচালক মো. সাগর আলী (২১) এবং চালকের সহকারী, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে সালাহ উদ্দিন (২১)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই হলুদ ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ড্যাশবোর্ডের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভেতরে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে হেরোইনগুলো গাজীপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে পুলিশ। মাদকগুলো গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন আটককৃতরা।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে ট্রাকটি আটক করা হয়। পরে সেটি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে ট্রাকচালক মো. সাগর আলী (২১) এবং চালকের সহকারী, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে সালাহ উদ্দিন (২১)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই হলুদ ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ড্যাশবোর্ডের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটের ভেতরে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে হেরোইনগুলো গাজীপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে