Ajker Patrika

ধামইরহাটে নামমাত্র দামে পশুর চামড়া বিক্রি

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
ধামইরহাটে নামমাত্র দামে পশুর চামড়া বিক্রি

নওগাঁর ধামইরহাটে নামমাত্র দামে কোরবানি পশুর চামড়া বিক্রি হয়েছে। ফলে অনেকেই গরু ছাগলের চামড়া বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে হতাশা হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল বুধবার ঈদের দিন বিকেলে উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর, রাঙামাটি বাজারে গিয়ে দেখা গেছে, ১ লাখ টাকার গরুর চামড়া আকার ভেদে দেড় শ থেকে দু শ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল, ভেড়ার চামড়া মাত্র পাঁচ টাকায় বিক্রি হওয়ায় অনেকে তা রাস্তার পাশে ফেলে দিচ্ছেন।

আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আশা চামড়া ব্যবসায়ী জগদীশ বলেন, বিদেশে কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া এক শ থেকে তিন শ টাকায় কিনছি। আর ভেড়া, ছাগলের চামড়া বিশ থেকে ত্রিশ টাকায় বেচাকেনা চলছে।

অপর এক বিক্রেতা আব্দুর রহমান বলেন, সিন্ডিকেটরা গরিবের পেটে লাথি মারছে। কিন্তু তা দেখার কেউ নেই। আমরা এত চামড়া নিয়ে এখন কি করব?

বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, আশি হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র দু শ টাকায় বিক্রি করেছি। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসাও এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত