Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২১: ৪৫
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমার বিস্ফোরণে জিয়ারুল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ রোববার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে সুন্দরপুর এলাকায় স্থানীয় মেম্বারদের দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আজ রোববার দুপুরেও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এতে জিয়ারুল পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন জলি খাতুন বলেন, ‘জিয়ারুল ইসলাম ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি বেড়াতে আসে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। গন্ডগোল দেখতে গিয়ে বোমার আঘাতে মারা গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজির আহমেদ বলেন, ‘জিয়ারুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা যান। পিঠে বোমার আঘাত রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত