Ajker Patrika

বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মণ্ডলের (৬০) বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বাড়ির পাশে কয়েকটি গাছ নষ্ট করে। এ ঘটনায় রাত ১১টার দিকে আব্দুল হাকিম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশারসহ অজ্ঞাত ৪০ জনের নামে থানায় অভিযোগ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মণ্ডল বলেন, ‘উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশারের নেতৃত্বে প্রায় ৪০ জনের একদল দুর্বৃত্ত আমার বাড়িতে হামলা চালায়। মূলত আমাকে হত্যা করার জন্যই এই হামলা চালানো হয়েছে। আমার সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ নেই। ব্যক্তি আক্রোশ থেকে বাশার সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

আব্দুল হাকিম মণ্ডলের ছোট ছেলে নাজিবুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আমার বাবা এশার নামাজ আদায় করতে বাড়ির পাশে মসজিদে যান। রাত পৌনে ৮টার দিকে প্রায় একদল দুর্বৃত্ত আমাদের বাড়িতে হামলা করে।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই। তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।’

থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। আব্দুল হাকিমের বাড়িতে ক্ষতি তেমন হয়নি। আব্দুল হাকিম নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত