Ajker Patrika

নাটোরে ‘মাদক কেনাবেচার এরিয়া’ নিয়ে দ্বন্দ্ব, দুই যুবককে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ১৬
নাটোরে ‘মাদক কেনাবেচার এরিয়া’ নিয়ে দ্বন্দ্ব, দুই যুবককে কুপিয়ে জখম

নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের কুপিয়ে জখম করা হয়। মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার দুজন হলেন শহরের পশ্চিম কান্দিভিটুয়া এলাকার মো. আল আমিন (২৪) ও মো. হাবিব (২০)। এ সময় হামলার মধ্যে পড়ে মো. মমিন (৩৫) নামে আরেকজন আহত হয়েছেন। তিনি পূর্ব কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা। আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নাটোর আধুনিক সদর হাসপাতালসংলগ্ন পূর্ব ও পশ্চিম কান্দিভিটুয়া এলাকায় মাদক কেনাবেচাসহ আধিপত্য বিস্তার নিয়ে জীবন ও আল আমিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মাদক কেনাবেচার এরিয়া ভাগাভাগি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়।

এরই জেরে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আল আমিনকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের ওপর কুপিয়ে জখম করে জীবনসহ পাঁচ-সাতজন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে জীবন ও তাঁর সহযোগীরা হাসপাতালে ঢুকে আল আমিনের সঙ্গে থাকা হাবিবকে কুপিয়ে আহত করে। এতে হাবিবের হাতের রগ কেটে যায়। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম বলেন, আল আমিনের বাঁ পায়ে কোপানো হয়েছে। আর হাবিবের এক হাতের রগ কাটা গেছে। তবে মোমিনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল আমিনের বোন ফাতেমা বলেন, যাঁরা তাঁর ভাইকে কুপিয়েছে, তাঁরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা এলাকায় মাদক বিক্রি করে। বাধা দিলে তাঁর ভাইকে কুপিয়ে জখম করা হয়।

এদিকে ঘটনার পর থেকে জীবন, জনিসহ অন্যরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান দাবি করেন, হামলাকারীরা আওয়ামী লীগের কেউ নন। তবে যাঁদের ওপর হামলা করা হয়েছে, তাঁরা চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সদর হাসপাতালের পেছনের বস্তি থেকে তাঁরা মাদক ব্যবসা পরিচালনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। তবে অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্যে মাদক নাকি এলাকার আধিপত্য, তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত