নাটোর ও সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঈনুল হক চুনুর গণসংযোগকালে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় চুনুর সমর্থকেরা হাতেনাতে শামসুল ইসলাম (৫৫) ও বাবলু হোসেন (৫০) নামে দুজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের আটক করে।
আটক শামসুল ইসলাম কলমের কালিনগর গ্রামের মৃত খান মোহাম্মদ এর ছেলে। বাবলু হোসেন পাশবর্তী গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের মৃত লুৎফর রহমান তারা’র ছেলে বলে জানা গেছে। বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৪ নং কলম ইউনিয়নের ২ নং ওয়ার্ড পারসাঐল হাজিপুরে নির্বাচনী পথসভা শেষে করে রাস্তায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ৫ / ৬ জন দুর্বৃত্ত হেলমেট পড়া অবস্থায় অদূরে অবস্থান নেয়। এ সময় শামসুল হক পিস্তল বের করে চুনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলে কিছুটা পেছনে থাকা চুনুর কর্মীরা তাকে ধরে ফেলে। এ সময় অপর দুই মোটরসাইকেল দ্রুত সটকে পড়লেও চালক বাবুলসহ শামসুল ধরা পড়ে যায়। পরে তাদের ধরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে আটক করে।
চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, শামসুল আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার দুই নম্বর আসামি। সে ভাড়াটে খুনি। আমাকে হত্যা করার জন্য তাকে কেউ পাঠিয়ে থাকতে পারে। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি বলেন, মৌখিক অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ একটি রিভেলভার উদ্ধার করা হয়েছে। এ সময় জনতার হাতে আটক দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামি শামসুল হক। ফুনু হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হন তারই ভাই মঈনুল হক চুনু। গত ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান হন চুনু। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঈনুল হক চুনুর গণসংযোগকালে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় চুনুর সমর্থকেরা হাতেনাতে শামসুল ইসলাম (৫৫) ও বাবলু হোসেন (৫০) নামে দুজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের আটক করে।
আটক শামসুল ইসলাম কলমের কালিনগর গ্রামের মৃত খান মোহাম্মদ এর ছেলে। বাবলু হোসেন পাশবর্তী গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের মৃত লুৎফর রহমান তারা’র ছেলে বলে জানা গেছে। বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৪ নং কলম ইউনিয়নের ২ নং ওয়ার্ড পারসাঐল হাজিপুরে নির্বাচনী পথসভা শেষে করে রাস্তায় গণসংযোগ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ৫ / ৬ জন দুর্বৃত্ত হেলমেট পড়া অবস্থায় অদূরে অবস্থান নেয়। এ সময় শামসুল হক পিস্তল বের করে চুনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলে কিছুটা পেছনে থাকা চুনুর কর্মীরা তাকে ধরে ফেলে। এ সময় অপর দুই মোটরসাইকেল দ্রুত সটকে পড়লেও চালক বাবুলসহ শামসুল ধরা পড়ে যায়। পরে তাদের ধরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে আটক করে।
চেয়ারম্যান মঈনুল হক চুনু বলেন, শামসুল আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার দুই নম্বর আসামি। সে ভাড়াটে খুনি। আমাকে হত্যা করার জন্য তাকে কেউ পাঠিয়ে থাকতে পারে। আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি বলেন, মৌখিক অভিযোগের পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ একটি রিভেলভার উদ্ধার করা হয়েছে। এ সময় জনতার হাতে আটক দুজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামি শামসুল হক। ফুনু হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হন তারই ভাই মঈনুল হক চুনু। গত ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান হন চুনু। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩১ মিনিট আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
১ ঘণ্টা আগে