Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শ দেশকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি: লতিফ বিশ্বাস

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
বঙ্গবন্ধুর আদর্শ দেশকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি: লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, যার এক আঙুলের ইশারায় জাতি বাংলাদেশ স্বাধীন করতে উজ্জীবিত হয়েছিল তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ ও দশের জন্য নিবেদিত মানুষ যখন সদ্য স্বাধীন দেশকে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নেবেন ঠিক সে সময় কুচক্রী মহলের বুলেট তাকে সহ পরিবারের সদস্যদের ক্ষতবিক্ষত করেছে। আমরা হারিয়েছে জাতির পিতাকে। 

দেশ তখন অন্ধকারের দিকে এগিয়ে যায়। এখন তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আবারও আলোর পথে ফিরে এনেছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিচ্ছে। আমরা সামগ্রিক অগ্রগতি নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। যে পাকিস্তান এক সময় আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করেছিল তাদের থেকে সব সূচকে আমরা এগিয়ে আছি। তাই বঙ্গবন্ধুর আদর্শ এখন দেশ এগিয়ে নেওয়ার চাবিকাঠি। তাই সবার হৃদয়ে তাঁকে ধারণ করতে হবে।

বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে লতিফ বিশ্বাস এসব বলেন। 

এ সময় অধ্যক্ষ আলহাজ শামসুল হকের সভাপতিত্বে সাবেক মেয়র আশানুর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মজিদ খান, আলহাজ উদ্দিন, আব্দুল মতিন, আলমাস হোসেন, সাইফুল ইসলাম, শ্রী বোদ্য নাথ রায়, আব্দুর রশিদ মাস্টার সহ দলীয় নেতৃবৃন্দ। 

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত