Ajker Patrika

হস্তান্তরের আগেই নতুন ভবনে পাঠদান শুরু, দেখা দিয়েছে ফাটল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৬
হস্তান্তরের আগেই নতুন ভবনে পাঠদান শুরু, দেখা দিয়েছে ফাটল

আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই জয়পুরহাটের আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি নবনির্মিত ভবনে পাঠদান শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষা দপ্তরের নির্দেশেই নবনির্মিত ভবনে গত বছর পাঠদান শুরু করে। তবে ভবনটি নতুন হলেও ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আক্কেলপুর পৌর শহরের বেলার মাঠে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ শুরু হয়। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হলেও এখনো তা হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু করা হয়। চলতি বছরেও ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন পাঁচতলা আর প্রশাসনিক ভবন চারতলার। একাডেমিক ভবন থেকে প্রশাসনিক ভবনের সংযোগস্থলের বেশ কিছু বিমে ফাটল ধরেছে। 

আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। এর মধ্যে তৃতীয় তলায় ফাটলের পরিমাণ কিছুটা বেশি। 

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভবনের এসব ফাটলে কোনো ঝুঁকি নেই। 

আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মণ্ডল বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করার আগেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা পাঠদান শুরু করেছি। ২০২১ সালে প্রতিষ্ঠানটি চালু করে ওই বছরেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চলতি বছরেও নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলেছে।’ 

কলেজের অধ্যক্ষ বলেন, ‘প্রশাসনিক ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের বিমে ফাটল ধরেছে। দিন যতই যাচ্ছে, ফাটলের আকার বাড়ছে। এ কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এরপর গত বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ভবনটি দেখে গেছেন। তিনি আমাদের জানিয়েছেন, এমন ফাটলে ভয়ের কোনো কারণ নেই।’ 

জয়পুরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনটি এখনো হস্তান্তর করা হয়নি। তবে কী কারণে হস্তান্তর হয়নি, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানটি চালু হয়েছে এবং পাঠদান চলমান রয়েছে। প্রশাসনিক ভবনের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত একই স্থানের সংযোগস্থলের বিমে ফাটল ধরেছে। এতে ভবনের কোনো ক্ষতি হবে না। আমরা বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাব। তারা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত