Ajker Patrika

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২১: ৪১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সচিব বরাবর এই পদত্যাগপত্র প্রেরণ করেন। 

পদত্যাগপত্রে তিনি পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করার কথা উল্লেখ করেছেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফিরোজ আহমেদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে কয়েক দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যকে পদত্যাগের জন্য ২০ আগস্ট ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ পদত্যাগ করলেন তিনি। 

এ বিষয়ে জানতে উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজমের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত