প্রতিনিধি, রাজশাহী
পানি নিষ্কাশনের নালা দখল করে নেওয়ায় রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার অন্তত ৩০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ির ভেতরে-বাইরে হাঁটুপানি জমে থাকায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মহল্লাবাসী আবেদন করলেও লাভ হয়নি।
গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর খড়বোনা এলাকাটি এভাবে পানিবন্দী হয়ে আছে। পানি নামার নালা দখল করে নেওয়ায় মহল্লার একটি কবরস্থানও পানিতে ডুবে গেছে। এলাকার এক ব্যক্তি নালার মুখ বন্ধ করে দোকানঘর নির্মাণ করায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে মাদারপুর খড়বোনা মহল্লার পানি এলাকার একটি নালা দিয়ে পদ্মা নদীতে নেমে যেত। কিছুদিন আগে ওই নালার মুখ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন মো. বাবু নামের এক ব্যক্তি। এই দোকানের নিচে আন্ডারগ্রাউন্ড একটি গোয়াল ঘরও করেছেন তিনি। অথচ জায়গাটি রেলের সম্পত্তি। অন্তত ৩০ বছর আগে থেকেই এখান দিয়ে মহল্লার পানি নেমে যেত নদীতে। এখন আর সেটি হচ্ছে না।
এর ফলে ২০ দিনের বেশি সময় ধরে বৃষ্টির পানিতে পানিবন্দী হয়ে আছে অন্তত ৩০টি পরিবার। এ দুর্ভোগ লাঘবের জন্য এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর করে পৌরসভা কর্তৃপক্ষ এবং ইউএনও’র কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু শনিবার পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন, ‘বাড়ির চারপাশে পানি, ভেতরে পানি। নামাজটাও পড়তে মসজিদে যেতে পারি না।’ তিনি জানান, ‘নালা দখলকারী বাবুর কাছে গিয়ে নালার মুখ দখলের প্রতিবাদ করলে মারব-ধরব করে। ভয়ে কেউ তাঁর কাছে যেতে পারি না। আমাদের এই দুর্ভোগ দেখার এখন কেউ নেই। কাউন্সিলর ফোন ধরেন না। বাড়িতে গেলেও পাওয়া যায় না।’
এলাকার আরেক বাসিন্দা সেরাজুল ইসলাম বলেন, ‘বাড়ির চারপাশের বাগান, পায়খানা- সব ডুবে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন আতঙ্কে থাকি। স্কুলের চারপাশে পানি। গোরস্থানের ভেতরে পানি। কোথাও যাওয়ার উপায় নাই। এখন পানি ভেঙে বাড়িতে ঢুকতে-বের হতে হচ্ছে।’
যোগাযোগ করা হলে নালা দখলের বিষয়ে কোনো কথা বলতে চাননি মো. বাবু। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম মনিরকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, ‘বিষয়টা আমার জানা নাই। দেখতে হবে। দেখলে বলতে পারব। তবে এ রকম পানি জমে থাকলে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।’
পানি নিষ্কাশনের নালা দখল করে নেওয়ায় রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার অন্তত ৩০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ির ভেতরে-বাইরে হাঁটুপানি জমে থাকায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মহল্লাবাসী আবেদন করলেও লাভ হয়নি।
গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর খড়বোনা এলাকাটি এভাবে পানিবন্দী হয়ে আছে। পানি নামার নালা দখল করে নেওয়ায় মহল্লার একটি কবরস্থানও পানিতে ডুবে গেছে। এলাকার এক ব্যক্তি নালার মুখ বন্ধ করে দোকানঘর নির্মাণ করায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে মাদারপুর খড়বোনা মহল্লার পানি এলাকার একটি নালা দিয়ে পদ্মা নদীতে নেমে যেত। কিছুদিন আগে ওই নালার মুখ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন মো. বাবু নামের এক ব্যক্তি। এই দোকানের নিচে আন্ডারগ্রাউন্ড একটি গোয়াল ঘরও করেছেন তিনি। অথচ জায়গাটি রেলের সম্পত্তি। অন্তত ৩০ বছর আগে থেকেই এখান দিয়ে মহল্লার পানি নেমে যেত নদীতে। এখন আর সেটি হচ্ছে না।
এর ফলে ২০ দিনের বেশি সময় ধরে বৃষ্টির পানিতে পানিবন্দী হয়ে আছে অন্তত ৩০টি পরিবার। এ দুর্ভোগ লাঘবের জন্য এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর করে পৌরসভা কর্তৃপক্ষ এবং ইউএনও’র কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু শনিবার পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন, ‘বাড়ির চারপাশে পানি, ভেতরে পানি। নামাজটাও পড়তে মসজিদে যেতে পারি না।’ তিনি জানান, ‘নালা দখলকারী বাবুর কাছে গিয়ে নালার মুখ দখলের প্রতিবাদ করলে মারব-ধরব করে। ভয়ে কেউ তাঁর কাছে যেতে পারি না। আমাদের এই দুর্ভোগ দেখার এখন কেউ নেই। কাউন্সিলর ফোন ধরেন না। বাড়িতে গেলেও পাওয়া যায় না।’
এলাকার আরেক বাসিন্দা সেরাজুল ইসলাম বলেন, ‘বাড়ির চারপাশের বাগান, পায়খানা- সব ডুবে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন আতঙ্কে থাকি। স্কুলের চারপাশে পানি। গোরস্থানের ভেতরে পানি। কোথাও যাওয়ার উপায় নাই। এখন পানি ভেঙে বাড়িতে ঢুকতে-বের হতে হচ্ছে।’
যোগাযোগ করা হলে নালা দখলের বিষয়ে কোনো কথা বলতে চাননি মো. বাবু। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম মনিরকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, ‘বিষয়টা আমার জানা নাই। দেখতে হবে। দেখলে বলতে পারব। তবে এ রকম পানি জমে থাকলে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে