Ajker Patrika

রেলগেটে উল্টে যাওয়া অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
রেলগেটে উল্টে যাওয়া অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলগেটে উল্টে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালক আতাউর রহমান (৪৭) নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার বেগুনবাড়ি রেলগেটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়। স্থানীয়রা জানান, ওই রেলে গেটে কোনো গেটম্যান নেই। তবে গেটের দুই পাশে সতর্ক বার্তা লেখা রয়েছে, পথচারীরা নিজ দায়িত্বে গেট পারাপার হতে বলা হয়েছে।

নিহত আতাউর রহমানের বাড়ি উপজেলার আওয়ালগাড়ী (খাঁপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের মোতারব হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—আজমিরা আক্তার (১৪), তানিয়া আক্তার (১২), মজিদা বেগম (৪০) এবং ফাতেমা বেগম (৪২)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের জানান, চারজন যাত্রী নিয়ে বেগুন বাড়ি রেলগেট পার হওয়ার সময় অটোরিকশাটি রেললাইনের ওপর উল্টে যায়। চালক আতাউর রহমানসহ যাত্রীরা দ্রুত রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আতাউর রহমানের মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অটোরিকশার যাত্রী আহত ফাতেমা বেগম বলেন, ‘আমরা চারজন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে মিলাদে অংশ নিতে যাচ্ছিলাম। বেগুনবাড়ি রেল গেটে পৌঁছালে চালক ট্রেন আসছে কিনা সেটি লক্ষ্য না করেই রেললাইনের ওপরে ওঠার সময় অটোরিকশাটি উল্টে যায়। আমরা দ্রুত অটোরিকশা থেকে নামার সময় ট্রেন এসে ধাক্কা দেয়।’

আর এক যাত্রী মজিদা বেগম বলেন, ‘অটোরিকশাটি উল্টে যাওয়ার সময় আমরা রেললাইনে পাশে পড়ে যায়। আর চালক পড়ে মাঝখানে। তখন চালক অটোরিকশাটি সরানোর চেষ্টা করলে হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। তখন অটোরিকশার যন্ত্রাংশের ধাক্কায় আমরা সবাই আহত হই। আর চালক মাঝখানে থাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।’ 
 
আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান চালক আতাউর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। সেখানে কোনো গেটম্যান নেই। পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হবেন বলে গেটের দুই পাশে সাইনবোর্ডে নির্দেশনা দেওয়া আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত